আর্কাইভ থেকে বাংলাদেশ

নিপুন নাকি জায়েদ কে হবেন সাধারণ সম্পাদক, শুনানি ২২ ফেব্রুয়ারি

নিপুন নাকি জায়েদ কে হবেন সাধারণ সম্পাদক, শুনানি ২২ ফেব্রুয়ারি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে বসবে- সে বিষয়ে হাইকোর্টের রুল শুনানি ২২ ফেব্রুয়ারি । 

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই রুল শুনানির দিন ধার্য করা হয়। 

এর আগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নতুন আদেশ দিয়েছেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

আদশে বলা হয়, চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত বহাল রেখেছেন আপিল বিভাগ। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে যে রায় দিয়েছিলেন তাই বহাল থাকবে। সাধারণ সম্পাদক পদটি এখন শূন্যই থাকবে।

পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

গেলো সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রাথমিক ফলাফলে জয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, রায়ে তিনি অত্যন্ত খুশি।

রায়ের পর তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বলেন, আপিল বিভাগ নিষ্পত্তি করেছেন এভাবে, যে এর আগে গেলো বুধবার মাননীয় চেম্বার জজ যে আদেশ দিয়েছিলেন, সে আদেশটাকে বহাল রেখেছেন এবং ইত্যবসরে তারা এটা নোট করেছেন যে, হাইকোর্ট বিভাগ মূল যে রুল সেই রুল তাড়াতাড়ি শুনানির জন্য দৈনিক কার্যতালিকায় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে রাখবেন।

ব্যারিস্টার মোস্তাফিজুর বলেন, সুতরাং যতদিন না পর্যন্ত হাইকোর্টে এই রুলটা নিষ্পত্তি হচ্ছে, ততদিন পর্যন্ত মাননীয় চেম্বার জাজের আদেশটা বহাল থাকবে। মাননীয় চেম্বার জাজের আদেশ এরকম, মাননীয় চেম্বার জাজ বলেছেন যে, হাইকোর্টের যে অন্তর্বর্তীকালীন আদেশ ছিল, সেটা স্থগিত থাকবে এবং সাধারণ সম্পাদক পদে উভয়পক্ষ স্থিতি অবস্থা অব্যাহত রাখবে। তো যেহেতু মাননীয় চেম্বার জাজ, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশটা স্থগিত করেছেন, এ কারণে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তটা বহাল।

তিনি বলেন, নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নিপুন আক্তার সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদিক। সুতরাং বর্তমানে উনি নির্বাচিত সাধারণ সম্পাদিক হিসেবে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না হাইকোর্ট রুলটা নিষ্পত্তি না করছে।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন নিপুন | নাকি | জায়েদ | কে | হবেন | সাধারণ | সম্পাদক | শুনানি | ২২ | ফেব্রুয়ারি