আর্কাইভ থেকে বাংলাদেশ

ফ্রান্সে বসে পরিকল্পনা, ঢাকায় চুরি

ফ্রান্সে বসে পরিকল্পনা, ঢাকায় চুরি

ফ্রান্সে বসে পরিকল্পনা করে রাজধানীর কচুক্ষেত রজনীগন্ধা টাওয়ারের রাঙ্গাপরী জুয়েলার্সে অভিনব কৌশলে চুরি করে সংঘবদ্ধ চোর চক্র। এ চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পর এ সব তথ্য জানায় গোয়েন্দা পুলিশ।

আজ রোববার ( ২০ ফেব্রুয়ারি ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আখতার এ কথা জানান ।

তিনি বলেন, প্রথমে চক্রের দুই সদেস্য মার্কেটের সিকিউরিটি গার্ড এবং সুইপারের চাকরি নেয়। তারপর এক মাস ধরে চলে পরিকল্পনা। তারা মার্কেটের সব তথ্য সরবরাহ করে চক্রের অন্য সদস্যদের কাছে। চোর চক্রের সদস্য মঞ্জুরুল হাসান শামিম কে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চুরির এই অভিনব কৌশল।

তিনি আরও বলেন, গেল ৫ ফেব্রুয়ারি রাত ১০ টায় রাজধানীর কচুক্ষেত রজনীগন্ধা টাওয়ারের রাঙ্গাপরী জুয়েলার্সে একটি সংঘবদ্ধ চোর চক্র তালা ভেঙে  ৩০০ ভরি স্বর্ণ, ইমিটেশন গহনা ও নগদ অর্থ চুরি করে পালিয়ে যায়।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ফ্রান্সে | বসে | পরিকল্পনা | ঢাকায় | চুরি