আর্কাইভ থেকে টুকিটাকি

সিঙ্গেল আছেন? তবে দিনটি তো আজ কেবল আপনারই

সিঙ্গেল আছেন? তবে দিনটি তো আজ কেবল আপনারই
‘আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে’—কবিগুরুর এমন যুগল প্রেমালাপ আজ বরং থাক। আজ কেবল কথা হোক নির্মলেন্দু গুণের ‘আমার ভালোবাসা কিংবা প্রেম-সংক্রান্ত কোনো স্মৃতি নেই’ নিয়ে। কিংবা শুনে নেয়া যাক নচিকেতা চক্রবর্তীর গান—‘পোশাকি প্রেমের প্রয়োজন বোধ করি না।’ আগাগোড়া এসব পঙ্‌ক্তিগুলো ঝেড়েমুছে জয় গোস্বামীর ‘একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব’ পঙ্‌ক্তিতে স্থির করা যাক দৃষ্টি। কারও কাছে প্রেম সমস্ত শক্তির অনন্ত উৎস। আবার কেউ ভাবেন, প্রেম মানেই শক্তির বিনাশ, অর্থহীন অপচয়। কারও কাছে পৃথিবীতে প্রেম ছাড়া কিছু নেই। কারও মতে, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।
রেস্তোরা, নারী
রেস্তোরা, নারী
ভালোবাসাবাসির জটিল যুগলজীবন অনেকেরই পছন্দ নয়; বরং পছন্দ কৈফিয়তহীন মুক্ত জীবন। একা থাকার যে আনন্দ, নিজের মতো করে নিজে বাঁচার যে সুখ—তাদের কাছে তা তো কম কিছু নয়। ভুল-শুদ্ধ, প্রাপ্তি-অপ্রাপ্তি—সব হিসাব একপাশে সরিয়ে রেখে তারা বলতে পারেন, ‘যেমনই হোক, এ আমার জীবন; আমি আমার মতো বাঁচি, কার তাতে কী?’ হ্যাঁ, তাদের জন্যই আজকের দিন। আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। কারেন রিড নামক এক ব্যক্তি দিনটির প্রচলন করেন। শুরুতে অবশ্য পয়লা জানুয়ারি পালন করা হতো। পরে ২০১৭ সাল থেকে এটি ২৩ সেপ্টেম্বর পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এই দিনে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। চীনে পালিত হয় ১১ নভেম্বর। একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের প্রতি মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেয়া যায়। অনেকে তো প্রায়ই বলেন, অন্য কাউকে ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে। একা থাকলেই তো নিজেকে বেশি ভালোবাসা যায়। নিজের প্রতি অনেক যত্নশীল হওয়া যায়।
সমুদ্র, নারী
সমুদ্র, নারী
আজকের দিন তাদের জন্যই -একাকীত্বের দুঃখ ভুলে আজ সময় কাটান নিজের জন্য। ঘুরতে যেতে পারেন পছন্দের কোনো জায়গায়। নিজের শখের যে জিনিসটি কিনব কিনব করে কেনা হয়ে উঠছিল না, আজ সেটি কিনে ফেলতে পারেন। কিংবা অন্য কোনো উপহার কিনে নিজেই নিজেকে দিন। পছন্দের রেস্তোরাঁয় গিয়ে না হয় একটু ভালোমন্দ খেয়েও নিতে পারেন আজ। ঘরে বসে না থাকে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসুন। নিজের সাথে সময় কাটাতে চাইলে ব্যাগ কাঁধে নিয়ে বেড়িয়ে পড়ুন পাহাড় কিংবা সমুদ্রে। যারা শেষ বয়সে একা থাকেন। তারাও আজ এ দিনটি পালন করতে পারেন।   সূত্র : ন্যাশনাল টুডে  

এ সম্পর্কিত আরও পড়ুন সিঙ্গেল | আছেন | দিনটি | তো | আজ | কেবল | আপনারই