আর্কাইভ থেকে ক্রিকেট

টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ নিউজিল্যান্ডের

টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ নিউজিল্যান্ডের
৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও মিডল অর্ডারের ব্যাটারদের রানে ২৫৪ রান সংগ্রহ করেছে কিউইরা। শনিবার মিরপুর শেরে বাংলায় তৃতীয় ওভারের তৃতীয় বলে ইয়াংকে আউট করেন মোস্তাফিজ। লিটনের গ্লাভসে জমা পড়ে ৮ বলে কোনো রান না করেই ফেরেন ইয়াং। এরপর সপ্তম ওভারে মোস্তাফিজের প্রথম বলে স্লিপে সৌম্য সরকারের দারুণ ক্যাচে আউট ফিন অ্যালেন। আউট হওয়ার আগে এই কিউই ওপেনার করেন ১৫ বলে ১২ রান। ৭.৫ ওভার শেষে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যান হেনরি নিকোলাস ও টম ব্লান্ডেল। দুজনে মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৪৯ রান করে হেনরি শিকার হন খালেদের। এরপর আবারও কিউই শিবিরে শুরু হয় ধস। মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদের বলে একে একে ফিরে যান রবিন্দ্র রাচিন (১০), টম ব্লান্ডেল(৬৮) ও কোলে ম্যাককনচি(২০)। তবে লোয়ার অর্ডারে ইশ সোদি ৩৫, কাইল জেমিসন ২০ ও কোলে ম্যাকোনলির ২০ রানে নির্ধারিত সময়ের আগেই ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ২৫৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

এ সম্পর্কিত আরও পড়ুন টাইগারদের | বিপক্ষে | চ্যালেঞ্জিং | সংগ্রহ | নিউজিল্যান্ডের