আর্কাইভ থেকে শিক্ষা

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এবার কর্মবিরতির ডাক

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এবার কর্মবিরতির ডাক
আন্তঃক্যাডার বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে একদিন কর্মবিরতি পালনের পর এবার তিন দিনের টানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১০ থেকে ১২ অক্টোবর কর্মবিরতি পালন করবে শিক্ষা ক্যাডারের সদস্যরা। সোমবার (২ অক্টোবর) সংগঠনের সভাপতি প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যদিও আগেই দাবি পূরণ না হলে তিনদিনের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছিল সমিতির পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে দেয়া ঘোষণা অনুযায়ী, ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে। নেতৃদ্বয় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদফতর ও মাদরাসা শিক্ষা অধিদফতরের কর্মকর্তা নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার, জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন সৃষ্টি ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে ২ অক্টোবর সারা দেশের কর্মবিরতি পালন করা হয়। আন্তঃক্যাডার বৈষম্য দূর করাসহ নানা দাবিতে সোমবার কর্মবিরতি পালন করেন গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষা ক্যাডাররা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বানে সারাদেশের সরকারি কলেজ, সরকারি টিটি কলেজ, সরকারি মাদরাসা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর, শিক্ষা বোর্ড, নায়েম, এনসিটিবিসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল দফতর ও অধিদফতরে কর্মরত শিক্ষা ক্যাডারের সকল কর্মকর্তা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মস্থলে উপস্থিত থেকেও কোন কাজে অংশ নেয়নি। কলেজগুলোতে ক্লাস, পরীক্ষা, ভর্তিসহ সকল কাজ বন্ধ ছিল। দাপ্তরিক সকল কাজ থেকে বিরত ছিলেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। তারা বলেন, দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বিসিএস | সাধারণ | শিক্ষা | সমিতির | এবার | কর্মবিরতির | ডাক