বড় হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৮৮ রানে আটকে যায় বাংলাদেশ। জবাবে বৃষ্টি আইনে ৭৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। প্রথম ওভারেই মোস্তাফিজুর রহমানের শিকার বনে মাঠ ছাড়তে হয় ইংলিশ ওপেনার ডাওয়িড মালানকে।
শুরুর সেই ধাক্কাটা জনি বেয়ারস্টো আর হ্যারি ব্রুকসের মারকুটে ব্যাটিংয়ে চোখের পলকেই উবে যায়। ওয়ানডে মেজাজ ভুলে টি-টোয়েন্টি স্টাইলে টাইগার বোলারদের ওপর তান্ডব চালান এই দুজন।
২১ বলে ৩৪ করে বেয়ারস্টোকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে ব্রেক থ্রু আনেন ফিজ। দলীয় ৭৩ রানে হ্যারি ব্রুকসকে ফিরতে হয় হাসান মাহমুদের শিকার বনে।
নিয়মিত বিরতিতে জস বাটলার ও লিয়াম লিভিংস্টোনের উইকেট শরিফুল ও তাসকিন আহমেদ তুলে নিলেও ইংলিশদের রানের চাকার গতি কিছুতেই কমাতে পারছিলেন না টাইগার বোলাররা।
শেষদিকে মঈন আলির ৩৮ বলে ৫৬ আর জো রুটের হার না মানা ২৬ রানের সুবাদে ৪ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।
এর আগে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু বেরসিক বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ।
বৃষ্টিতে প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেন টাইগার ব্যাটাররা।
আর তাতে করে ৫ উইকেটের খরচায় ৩০ ওভারে ১৫৭ রানে বৃষ্টির পর খেলা শুরু করা ম্যাচটি ৩৭ ওভার শেষে গিয়ে স্কোর দাঁড় করায় ৯ উইকেটের খরচায় ১৮৮।