আর্কাইভ থেকে আন্তর্জাতিক

পার্কে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ফোনে মগ্ন সেই মায়ের বিচার শুরু

পার্কে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ফোনে মগ্ন সেই মায়ের বিচার শুরু
পার্কে ঘুরতে এসে ফোনে ব্যস্ত সময় পার করছেন এক মা। সাথে ছিল তিন বছর বয়সী এক শিশু পুত্র।মোবাইল  ফোনে কথা বলার পাশাপাশি সেলফি তোলায় এতটাই মগ্ন যে নিজের সন্তানের কথাও ভুলে গেলেন। ওই মায়ের খেয়ালই নেই যে তিন বছর বয়সি শিশুসন্তান ওয়াটার পার্কে একাই খেলছে৷ খেলতে খেলতে পার্কের পানিতে পড়ে ডুবে মৃত্যু হয় ওই শিশুপুত্র অ্যান্থনি লিও মালাভে। চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকায় ক্যাম্প কোহেন ওয়াটারপার্কে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) ওই শিশুর মা ৩৫ বছর বয়সি জেসিকা উইভার৷কে অভিযুক্ত করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। অভিযোগ দায়েরের পর তদন্তকারীরা জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা নিজের ফোনে ব্যস্ত ছিলেন ৩৫ বছর বয়সি জেসিকা উইভার৷ ওইসময় একাই গান গেয়ে চলেছিলেন৷ গাফিলতির জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে৷ তবে জেসিকার আইনজীবীর ওই অভিযোগ অস্বিীকার করে কর্তব্যে অবহেলা করার জন্য  ওয়াটার পার্ক লাইফগার্ডদের দায়ি করেন। পার্কে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় সন্তানকে দেখভালের কর্তব্যে গাফিলতির  অভিযোগ এনে দায়ের করা মামলায় জেসিকাকে এল পাসো কাউন্টির কারাগারে পাঠানো হয়। পরে অর্থের বিনিময়ে জামিন পেয়ে বেরিয়ে আসেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের অনলাইন ভার্সন জানায়, দুর্ঘটনার পর ওয়াটার পার্কের চার ফুট গভীর সুইমিং পুল থেকে ওই শিশুপুত্রের নিথর দেহ উদ্ধার করা হয়৷ ওয়াটার পার্কে নিয়ম থাকলেও ওই শিশু কোনও লাইফ ভেস্ট পরে ছিল না৷ যদিও সুইমিং পুলের নিয়ম অনুযায়ী ৬ বছরের কম বয়সি শিশুদের পরনে লাইফ ভেস্ট থাকতেই হবে৷ পাশাপাশি নিয়মে বলা হয়েছে, শিশুরা যত ক্ষণ সুইমিং পুলে থাকবে, তত ক্ষণ নজরদারির জন্য এক জন প্রাপ্তবয়স্ককেও থাকতে হবে৷ তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওয়াটার পার্কে জেসিকা ঘণ্টাখানেকের বেশি সময় ধরে নিজের ফোন নিয়েই ব্যস্ত ছিলেন৷ সমানে সেলফি ও অন্যান্য ছবি তুলছিলেন৷ শুধু তাই নয়, এমনকি, প্রত্যক্ষদর্শীরা এ কথাও বলেছেন যে সুইমিং পুলের নীচ থেকে শিশুর নিথর দেহ তুলে আনার সাত মিনিট আগেও জেসিকা গান গাইছিলেন৷ আর ভীষণ মগ্ন ছিলেন মোবাইল ফোনে৷

এ সম্পর্কিত আরও পড়ুন পার্কে | পানিতে | ডুবে | শিশুর | মৃত্যু | ফোনে | মগ্ন | মায়ের | বিচার | শুরু