আর্কাইভ থেকে আন্তর্জাতিক

এবার লেবানন-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা

এবার লেবানন-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা
এবার লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (৮ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তিনটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানায়, রোববার ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে মর্টার শেল ছোড়ার খবর দিয়েছে। লেবানন থেকে ছোড়া গোলাগুলো শেবা ফার্মসে ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, তারা লেবাননের ওই এলাকায় একটি আর্টিলারি হামলা চালাচ্ছে, যেখান থেকে মর্টার শেল ছোড়া হয়েছিল। লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারা জানিয়েছে, 'আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্স) আর্টিলারি বর্তমানে লেবাননের সেই এলাকায় আক্রমণ করছে যেখান থেকে গুলি চালানো হয়েছিল। আইডিএফ এই ধরণের সম্ভাবনার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত অঞ্চলে এবং প্রয়োজনে যেকোনো সময়ে কাজ চালিয়ে যাবে।' আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েলি আর্টিলারি গোলাগুলো দক্ষিণ লেবাননের কাফার শুবার আশেপাশে পড়েছে। তবে ইসরায়েলি কামানের আঘাতে লেবাননের পক্ষে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ইসরায়েল লেবাননের সীমান্তে পর্যটন সুবিধা তথা রিসোর্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে। এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে হঠাৎ করে ইসরায়েলে ব্যাপক আক্রমণ শুরু করেছে অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাস। প্রথম ২০ মিনিটে হামাস ৫ হাজার রকেট ইসরায়েলে নিক্ষেপ করার দাবি করে। তবে ইসরায়েল জানিয়েছে তারা শুরুতে প্রায় ৩ হাজার রকেট হামলার মুখোমুখি হয়। আকস্মিক এই হামলায় শুরুতে বিচলিত হয়ে পড়ে ইসরায়েল। তাৎক্ষণিক গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই পক্ষের মধ্যে এরই মধ্যে হামলা অব্যাহত রয়েছে। হামাস দখলকৃত ফিলিস্তিনের বেশ কিছু অঞ্চল নিজেদের অধিকারে নেয়ার দাবি করেছে। ২০ টির বেশি স্থানে হামাসের সাথে লড়াই চলছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। দুই পক্ষের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় হাজারের বেশি ইসরায়েলি। অপরদিকে ইসরায়েলের হামলায় ২৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।  

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | লেবাননইসরাইলের | পাল্টাপাল্টি | হামলা