আর্কাইভ থেকে এশিয়া

হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে

হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। ইসরাইলি মিডিয়ার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাইলি দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইসরাইলি দূতাবাস জানিয়েছে,শনিবার থেকে এ পর্যন্ত অন্তত এক হাজার আট জন ইসরাইলি নিহত হয়েছেন। ৩ হাজার ৪১৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলেও দূতাবাস জানায়। এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলঅ হয়,ইসরাইলির অব্যাহত বোমা হামলায় গাজার সড়কগুলো সব নষ্ট হয়ে গেছে, যত্রতত্র ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। শহরের বাতাসে কেবল ধূলা আর বারুদের গন্ধ। প্রসঙ্গত, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার ইসরাইলে বড় ধরনের আক্রমণ শুরু করে।মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ। দুই পক্ষ মিলে ইতোমধ্যে নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া কয়েক হাজার মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দেড় লাখ লোক উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় তিন হাজার নারী-পুরুষ-শিশু আহত হয়েছে। প্রসঙ্গত,আলজাজিরার প্রতিবেদন অনুযায়ি আল আকসা মসজিদের অপবিত্রতা এবং কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি নৃশংসতার প্রতিক্রিয়া হিসেবে স্থল, আকাশ ও সমুদ্রপথে তারা নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। দীর্ঘ ১৬ বছর ধরে গাজায় অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। শুদু তাই নয়, গত বছর থেকে ফিলিস্তিনের পশ্চিমতীরের শহরগুলোতে সামরিক অভিযান দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ফিলিস্তিনিদের ভূখন্ডে  ইসরায়েলের  অবৈধ বসতি বৃদ্ধিসহ নানা বিষয়ে ক্ষুব্ধ হয়ে রকেট হামলা চালায় হামাস। আর এর জবাবে বিমান হামলা চালায় ইসরায়েল।

এ সম্পর্কিত আরও পড়ুন হামাসের | হামলায় | ইসরাইলে | নিহতের | সংখ্যা | ১০০০ | ছাড়িয়েছে