আর্কাইভ থেকে এশিয়া

বদলে যাচ্ছে ইসরায়েলের সরকার!

বদলে যাচ্ছে ইসরায়েলের সরকার!
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলায় বেকায়দায় পড়েছে ইসরায়েল। উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী রাজনীতিকদের নিয়ে জরুরি ঐক্য সরকার গঠনে সম্মত হয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর জোট। বুধবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গেলো শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক ভয়াবহ আক্রমণ করে হামাস। পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ অক্টোবর) জরুরি ঐক্য সরকার গঠনের কথা জানায় নেতানিয়াহুর ক্ষমতাসীন দল লিকুড পার্টি। ওই সরকারে যোগ দিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন প্রধান বিরোধী নেতারা, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। গ্যান্টজের ন্যাশনাল ইউনিটি পার্টির এক মুখপাত্র বলেন, নেতানিয়াহুর সঙ্গে জরুরি সরকার গঠনের জন্য একত্রিত হবে দলটি। এটা ‘সুসংবাদ’ হবে বলে আশাবাদী তিনি। তবে শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। মঙ্গলবারই (১০ অক্টোবর) এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে বৈঠকে বসার কথা ছিল নেতানিয়াহু ও গ্যান্টজের। তবে কারণবশত তা পিছিয়ে বুধবার করা হয়। হামাসের বিধ্বংসী হামলায় প্রায় ১০০০ ইসরায়েলি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ১০০ জন। এ পরিস্থিতিতে জরুরি সরকার গঠন করতে যাচ্ছে দেশটি। তাতে স্পষ্ট সেখানে সংকট চরম আকার ধারণ করেছে। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন আন্দোলনের অন্যতম হোতা ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা এবং বর্তমান অর্থমন্ত্রী বেজালের স্মোত্রিছ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, জরুরি ঐক্যবদ্ধ সরকার গঠন করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বদলে | যাচ্ছে | ইসরায়েলের | সরকার