আর্কাইভ থেকে ক্রিকেট

'শ্রীলঙ্কার বিপক্ষের সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য'

'শ্রীলঙ্কার বিপক্ষের সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য'
মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তানের ব্যাটিং লাইনে এক নির্ভরযোগ্য নাম।  শ্রীলংকার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে পাকিস্তানের জয়ের ম্যাচে রেখেছন অনেক বড় অবদান।  ৮টি চার ও ৩টি ছক্কায় ১২১ বলে খেলছেন ১৩১ রানের হার না নামা ইনিংস।  দলের এমন জয়ে করা সেই সেঞ্চুরি গাজার বাসিন্দাদের প্রতি উৎসর্গ করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। রিজওয়ান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন 'এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।'   ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে ইসরায়েলিদের ওপর আক্রমণ করে। এতে কয়েক'শ মানুষ নিহত হন। যে কারণে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা।  টুইটে রিজওয়ান লিখেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রিজওয়ান। টুইটে তিনি লিখেছেন, 'দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দারাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ।'

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলঙ্কার | বিপক্ষের | সেঞ্চুরি | গাজার | ভাইবোনদের | জন্য