আর্কাইভ থেকে টলিউড

মহালয়ার সকালে জিৎ’র ধামাকা

মহালয়ার সকালে জিৎ’র ধামাকা
বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন তিনি। গেলো দু-দশকের ফিল্মি কেরিয়ারে চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন এ অভিনেতা। বলছিলাম টলিউডের অন্যতম সুপারস্টার জিৎ’র কথা। কিন্তু হঠাৎ ‘মানুষকে বিশ্বাস করা যায় না…’ সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট কেন তার? মহালয়ার সকালে ভক্তদের জিৎ দিলেন ধামাকা। পুরো অ্যাকশন প্যাকড অবতারে ফের ধরা দিলেন নায়ক। সঙ্গে বেঁচে থাকার নতুন কায়দা শেখালেন তিনি। জোর গলায় বললেন, মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার উপর বিশ্বাস হারানো পাপ! মহালয়ার সকালে অনুরাগীদের সারপ্রাইজ দেবেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন জিৎ। যেমন কথা, তেমনি কাজ। প্রকাশ্যে আনলেন মানুষ ছবির অ্যাকশনে ভরপুর টিজার। প্রথম ঝলক দেখেই বোঝা গেল, দারুণ এক ছবি উপহার দিতে চলেছেন জিৎ।
জিৎ
জিৎ
কোনওরকম আপস না করেই জিৎ নিজের শর্তে সিনেমা রিলিজ করেন টলিউড তারকা। এর আগে সারা ভারতে মুক্তি পেয়েছিল জিতের ‘চেঙ্গিজ’। এবার ‘মানুষ’-এর ক্ষেত্রে তা হবে কি? প্রশ্নের উত্তর জানা যাবে ২৪ নভেম্বর। সেদিনই সিনেমা হলে মুক্তি পাবে ‘মানুষ’। ‘সাথী’র পর থেকেই টলিউডের ‘বস’ হয়ে উঠেছেন জিৎ। হরনাথ চক্রবর্তী পরিচালিত রোম্যান্টিক ছবি টানা ২৫ সপ্তাহ হাউজফুল শো উপহার দিয়েছিল। ফিল্মি কেরিয়ারের গোড়াতেই সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিলেন জিৎ। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তারকাকে। গেলো ২ দশকে পঞ্চাশেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন জিৎ। যার মধ্যে কুড়িটির বেশি ব্লকবাস্টার এবং একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন টলি পর্দার ‘বস’। প্রতিবার জিতের সিনেমা মানেই তাঁর অনুরাগীদের কাছে উৎসবের আবহ। এবার ‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে তারকাকে। ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী।  

এ সম্পর্কিত আরও পড়ুন মহালয়ার | সকালে | জিৎর | ধামাকা