আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আ.লীগের নয়: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আ.লীগের নয়: স্থানীয় সরকারমন্ত্রী
‘সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন করার কাজ নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলো জনকল্যাণে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটাই প্রত্যাশিত। এখন বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়। বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ শনিবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প (দ্বিতীয় পর্যায়) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, পাকিস্তানের দুঃশাসন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে মুক্ত করেছেন। একটি স্বপ্নের বাংলাদেশ গড়াই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। সে স্বপ্নের বাস্তবায়ন চলছে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন। এ সময়ের মধ্যে তিনি বাংলাদেশাকে সোনার বাংলায় পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সে স্বপ্ন তিনি দেখে যেতে পারেননি। ঘাতকেরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপিকে | নির্বাচনে | আনার | দায়িত্ব | আলীগের | স্থানীয় | সরকারমন্ত্রী