আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপ শেষ লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার

বিশ্বকাপ শেষ লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার
১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। সেই চোটে বিশ্বকাপই শেষ তার। ছিটকে যাওয়া শানাকার জায়গায় শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে এসেছেন চামিকা করুনারত্নে। আইসিসি এই পরিবর্তন এরই মধ্যে অনুমোদন দিয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হারিয়ে ফেলা বড় ধাক্কা ছিল শ্রীলঙ্কার। এবার অধিনায়ককেই হারিয়ে ফেলল তারা। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ লাগবে শানাকার। এ কারণেই তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার হয়ে ২৩টি ওয়ানডে খেলা করুনারত্নেকে। পেস বোলিং এই অলরাউন্ডার ২৮.৮৩ গড়ে ২৪ উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে ২২ ইনিংসে ২৭.৬৮ গড়ে করেছেন ৪৪৩ রান। সর্বোচ্চ ইনিংসটি ৭৫ রানের। করুনারত্নের ওয়ানডে ক্যারিয়ারে ওই একটিই ফিফটি।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | শেষ | লঙ্কান | অধিনায়ক | দাসুন | শানাকার