আর্কাইভ থেকে ফুটবল

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে বাংলাদেশ
প্রথমার্ধে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে প্রথমেই গোল পায় বাংলাদেশ। আর এই গোলেই জয় নিশ্চিত করে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে পা রাখলো বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে লেবানন, ফিলিস্তিন, অস্ট্রেলিয়া। কিংস অ্যারেনায় খেলার মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে দ্রুত গতিতে দৌড়ে এসে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে দুর্দান্ত ক্রস দেন ফয়সাল আহমেদ ফাহিম। সেই ক্রস আসে রাকিবের কাছে। বক্সের মধ্যে মালদ্বীপের আরও দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সেই বলে পা ছুঁইয়ে জালে পাঠিয়ে দেন রাকিব। প্রথমার্ধেই আরও দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ তবে করতে পারেনি গোল। উলটো ৩৬ মিনিটে গোল হজম করে। সমতায় থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে শুরুতেই  ফয়সাল আহমেদ ফাহিমের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এগিয়ে যাওয়ার পরেও ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় দলটি। লাল কার্ড দেখে সোহেল রানা জুনিয়র মাঠ ছাড়ায়  বাকি সময় খেলতে হয় ১০ জনকে নিয়েও। তবে একজন খেলোয়ার কম নিয়েও অসাধারণ খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে বাংলাদেশের ফুটবলাররা বুঝতেই দেননি যে দল ১০ জন নিয়ে খেলছে তারা। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই দল ছাড়ে লাল সবুজের জার্সি ধারীরা।  

এ সম্পর্কিত আরও পড়ুন মালদ্বীপকে | হারিয়ে | বিশ্বকাপ | বাছাইয়ের | মূলপর্বে | বাংলাদেশ