আর্কাইভ থেকে আন্তর্জাতিক

গমের দাম আকাশচুম্বি

গমের দাম আকাশচুম্বি
গেলো ৮ মাসের মধ্যে ভারতীয় গমের দাম সর্বোচ্চ স্তরে উঠেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ভারতে বড় উৎসবের জন্য গমের চাহিদা বেড়েছে। সেই তুলনায় অভ্যন্তরীণ সরবরাহ কম রয়েছে। এছাড়া খাদ্যপণ্যটি আমদানিতে শুল্ক আরোপ করা আছে। ফলে বিদেশ থেকে কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। তাই খাদ্যশস্যটির মূল্য বৃদ্ধি পেয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, ভোগ্যপণ্যটির ক্রমবর্ধমান দাম দেশটিতে খাদ্যের মূল্যস্ফীতি বাড়াতে পারে। আলোচ্য কার্যদিবসে নয়াদিল্লিতে গমের দর বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য স্থির হয়েছে ৩২৯ ডলারে। স্থানীয় মুদ্রায় যা ২৭ হাজার ৩৯০ রুপি।গত ১০ ফেব্রুয়ারির পর তা সবচেয়ে বেশি। সবমিলিয়ে বিগত ৬ মাসে খাদ্যপণ্যটির দাম বেড়েছে ২২ শতাংশের বেশি। রোলার ফ্লাওয়ার মিলার্স ফেডারেশনের প্রেসিডেন্ট প্রমোদ কুমার এস বলেন, উৎসবের মৌসুমে চাহিদা বাড়ায় গমের দর বেড়েছে। এখন দাম কমাতে চাইলে সরকারকে শুল্কমুক্ত আমদানির অনুমতি দিতে হবে। তবে গেলো মাসে খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সঞ্জীব চোপরা বলেন, গম আমদানির ওপর আরোপিত ৪০ শতাংশ শুল্ক শিগগিরই প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই ভারতের কেন্দ্রীয় সরকারের। গেলো ১ অক্টোবর পর্যন্ত সরকারি গুদামে গমের মজুত দাঁড়িয়েছে ২৪ মিলিয়ন মেট্রিক টনে। আগের বছরগুলোর চেয়ে যা বেশ কম। গেলো ৫ বছরে গড়ে তা ছিল ৩৭ দশমিক ৬ মিলিয়ন টন।

এ সম্পর্কিত আরও পড়ুন গমের | দাম | আকাশচুম্বি