আর্কাইভ থেকে ফুটবল

পেরুর বিপক্ষে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়লেন মেসি

পেরুর বিপক্ষে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়লেন মেসি
তিনি তো ফুটবলের জাদুকর, তাঁকে আবার কীভাবে জাদু করা যায়। পেরুর বোকা ওঝাদের এসব কীর্তিতে একে বারে পানি ঢেলে দিলেন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইন্টার মায়ামি তারকা। তবে পেরুর বিপক্ষে ছিলেন শুরুর একাদশ থেকেই। আর শুরু থেকে খেলে মাত্র ৪২ মিনিটের মধ্যে করেন জোড়া গোল। ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যেত পারতো আর্জেন্টিনা। তবে অল্পের জন্য মেসির শট থাকেনি লক্ষ্যে। ৩২ মিনিটে পালটা আক্রমণে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে যাওয়া এনজো ফার্নান্দেজ বাঁ প্রান্তে পাস বাড়ান নিকো গঞ্জালেসকে। তার কাট ব্যা কে দারুণ সুযোগ পান মেসি। বাঁ পায়ের ঠান্ডা মাথার শটে বল পাঠান জালে। এই গোল দিয়ে মেসি করলেন নতুন এক রেকর্ড। উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজকে পিছনে ফেলে ৩০ গোল নিয়ে দক্ষিণ আমেরিকার অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। ঠিক এর ১০ মিনিট পরই নিজের এই গোলসংখ্যাকে ৩১-এ উন্নীত করেন মেসি। ৪২ মিনিটে এনজো ফার্নান্দেজের কাটব্যাক ডামি করেন হুলিয়ান আলভারেজ। ম্যানসিটি তারকার ডামিতে শট নেওয়ার সুযোগ পেয়ে যান মেসি। ফলাফল নিখুঁত ফিনিশিং। এই গোলের মধ্যে দিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের আরও এক রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। চিলির অ্যালেক্সিস সানচেজ ও বলিভিয়ার হোয়াকিন বোতেরোর সঙ্গে সমান ৫ বার করে ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়লেন। পেরুর বিপক্ষে মেসি হ্যাটট্রিকও হয়েই যেত। ৫৭ মিনিটে তাঁর করা গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বাতিল করে দেয় অফসাইড দেখিয়ে। হ্যাটট্রিক না হলেও মেসি ছুটিয়েছেন একটি বাধন। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও পেরুর বিপক্ষে এতদিন তিনি খুজে পাননি জালের দেখা। পেরুর বিপক্ষে মিটলো সেই হিসাব নিকাশ। এবার বাকি শুধু ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে খেলা আছে আগামী মাসেই!

এ সম্পর্কিত আরও পড়ুন পেরুর | বিপক্ষে | জোড়া | গোল | করে | নতুন | রেকর্ড | গড়লেন | মেসি