আর্কাইভ থেকে ঢালিউড

বাগদান রহস্য উন্মোচন করলেন নাবিলা

বাগদান রহস্য উন্মোচন করলেন নাবিলা
বেশ কিছু দিন আগে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলাম। আঙুলে আংটি পরানো একটি হাতের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অবশেষে আনুষ্ঠানিকভাবে এটি পেলাম।’ নাবিলার সেই রহস্যময় পোস্ট নিয়ে শুরু হয় আলোচনা। তখন তিনি স্পষ্ট করে কিছু বলেননি। আংটি ও বাগদান প্রসঙ্গে নাবিলা বলেছিলেন, এ বিষয়ে তার কথা বলা পারিবারিকভাবে নিষেধ আছে। উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে! অবশেষে জানা গেল নাবিলার বাগদান রহস্য। সত্যি সত্যি বাগদান হয়নি নাবিলার। এটি ছিল তার অভিনীত নতুন সিরিয়াল ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩-এর প্রচারণার অংশ! এ অভিনেত্রী জানান, নতুন সিজনে সিরিয়ালটির গল্পের বড় অংশ তার বিয়েকে কেন্দ্র করে। ফেসবুক লাইভে এসে নাবিলা জানান, দর্শকদের আকৃষ্ট করতেই এমনটি করেছিলেন।
অভিনেত্রী-নাবিলা-ইসলাম
অভিনেত্রী-নাবিলা-ইসলাম
বাগদান রহস্য উন্মোচন করে নাবিলা বলেন, প্রথম সিজনে মারজুক ভাইয়ের সঙ্গে আমার প্রেম দেখানো হয়েছিল। নতুন এই সিজনে তার এবং আমার বিয়ের বিষয় উঠে আসবে। গল্পটা যেহেতু এটিই, তাই বাগদানের আংটি হিসেবে পোস্ট করেছিলাম। ওটা ছিল স্রেফ দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্যই। প্রথম সিজনে দর্শকদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছিলাম। আশা করছি, নতুন সিজনটিও ভালো হবে। দর্শকরা দেখবেন। ‘গার্লস স্কোয়াড’ সিরিয়ালটির নির্মাতা মাইদুল রাকিব বলেন, যেহেতু নাবিলার বিয়ে নিয়ে গল্প, এ কারণে দর্শকদের আগ্রহ তৈরির কারণে নাবিলার বাগদানের আংটির একটি ছবি ফেসবুকে ছাড়ে। এটি ছিল প্রচারের অংশ। এই সিরিজে নাবিলা ছাড়াও অভিনয় করছেন রুকাইয়া জাহান চমক, সেমন্তী সৌমি, সামিরা খান মাহি, জেরিন, স্বর্ণলতা, অমি, ইমন, মারজুক রাসেল, চাষী আলম, আনন্দ খালেদ, মেহেদী হাসান হৃদয়সহ অনেকে। আগামী ২৪ নভেম্বর থেকে ‘গার্লস স্কোয়াড’ সিজন-৩ সিরিয়ালটি বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বাগদান | রহস্য | উন্মোচন | নাবিলা