আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বৈশ্বিক মহামারি ঘোষণার এক বছর আজ; আবারো ভয়ংকর হচ্ছে করোনা

বৈশ্বিক মহামারি ঘোষণার এক বছর আজ; আবারো ভয়ংকর হচ্ছে করোনা

করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণার এক বছর আজ। গেলো বছরের এই দিনে বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিওএইচও। বৈশ্বিক মহামারি ঘোষণার এক বছর পরও কমছে না করোনার প্রাদুর্ভাব। বরং আবারো আরো সক্রিয় হচ্ছে। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতেই বিশ্ববাসী।

গেল ২৪ ঘণ্টায় ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে আরও প্রায় দশ হাজার জন। একদিনেই মারণ ভাইরাস মিলেছে চার লাখ ৬১ হাজারের বেশি মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মৃত্যু ও নতুন সংক্রমণ শনাক্তের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে এখন শীর্ষে ব্রাজিল। বুধবার রেকর্ড ২৩শ’ জনের বেশি মানুষের মৃত্যু দেখেছে ল্যাটিন অ্যামেরিকার দেশটি। বিশ্বে আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে এক কোটি ১২ লাখের বেশি। মোট মারা গেছে দুই লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

এদিন যুক্তরাষ্ট্রে মারা গেছে ১৪শ’ জনের বেশি। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে দুই কোটি ৯৮ লাখের বেশি। মারা গেছে পাঁচ লাখ ৪২ হাজার জন।

বুধবার মেক্সিকোতে করোনায় মারা গেছে ৮৬৬ জন।

এদিন ৪৬৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে রাশিয়াও। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৩ লাখ ৫১ হাজারের বেশি। মোট মারা গেছে ৯০ হাজারের বেশি মানুষ।

সাড়ে তিনশো জনের বেশি মৃত্যু ছিলো ইউরোপীয় দেশ ইতালি ও পোল্যান্ডে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট সংক্রমিত মানুষের সংখ্যা ১১ কোটি ৮৬ লাখের ওপর। মোট মৃত্যু ২৬ লাখ ৩২ হাজার। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে নয় কোটি ৪২ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বৈশ্বিক | মহামারি | ঘোষণার | এক | বছর | আজ | আবারো | ভয়ংকর | হচ্ছে | করোনা