আর্কাইভ থেকে দেশজুড়ে

ঘন কুয়াশায় বিমান ওঠানামা বন্ধ

ঘন কুয়াশায় বিমান ওঠানামা বন্ধ
উত্তরের নীলফামারীর জনপদ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। স্বাভাবিক আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকছে। ঘন কুয়াশার কারণে জেলার সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করেনি। এতে বেসরকারি দুই কোম্পানির দুইটি ফ্লাইটের প্রায় ৮০ জন যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে। দৃষ্টিসীমা বাড়লে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। কোনো ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা নেই। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কম থাকায় রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফের ঢাকায় ফিরে গেছে। বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হোসেন বলেন, সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে। সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল ১০০ মিটার। ফলে ঢাকা থেকে কোনো ফ্লাইট এখানে অবতরণ করতে পারেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন ঘন | কুয়াশায় | বিমান | ওঠানামা | বন্ধ