বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটিতে নবনিযুক্ত সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার পল্লব আচার্য। শুক্রবার (৮ ডিসেম্বর) এই কমিটি অনুমোদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ব্যারিস্টার পল্লব আচার্য শৈশব থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং অনুপ্রাণিত। ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেমে নিজেকে নিয়োজিত রাখার প্রয়াসে রাজনীতির সাথে সম্পৃক্ততা ব্যারিস্টার পল্লব আচার্যের। দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার পল্লব আচার্য বিশিষ্ট জ্যোতিষী ও কলামিস্ট ডক্টর মাধব আচার্য এবং চিনু রানী আচার্যের দ্বিতীয় পুত্র। ছাত্র জীবন থেকেই মেধাবী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। ব্যারিস্টার পল্লব আচার্য ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক এবং লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি লন্ডনের অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রী অর্জন করেন।
ব্যারিস্টার পল্লব আচার্য পেশাগত জীবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একজন সদস্য। তিনি একধারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের সম্মানিত সাধারণ সম্পাদক এবং মুখপাত্র, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি। এছাড়াও ব্যারিস্টার পল্লব আচার্য বিভিন্ন মানবাধিকার সংগঠনের ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। ব্যারিস্টার পল্লব আচার্য নিজেকে গরিব ও আর্থিকভাবে স্বাবলম্বীহীন মানুষকে আইনি সহায়তার মাধ্যমে সেবায় নিয়োজিত রেখেছেন।