গাজীপুরের রাজেন্দ্রপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার, রাষ্ট্র বিরোধী ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বাবুল হোসেন খাঁন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ।
গ্রেপ্তার বাবুল গাজীপুরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর জানাপুর এলাকার মৃত হাসমত খাঁনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবুল হোসেন প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তি করার বিষয়টি ওই এলাকার মানুষের নজরে আসে। পরে স্থানীয় এক রিপোর্টার জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১২ মার্চ) বিকেলে বাবুল হোসেনকে রাজেন্দ্রপুর এলাকার জানাপুল থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
শেখ সোহান