আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা
ভারত মহাসাগরে অবস্থানরত একটি ইসরায়েলি বাণিজ্যিক  ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির অবকাঠামোগত কিছু ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (২৩ ডিসেম্বর) ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড মেরিটাইম ট্রেড অপারেশনস ও সমুদ্র নিরাপত্তা সংস্থা আমব্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থা দুটি জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি রাসায়নিক বহন করছে। জাহাজটির ভারতে যাওয়ার কথা রয়েছে। এদিকে কে বা কারা হামলা করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোহিত সাগরেও একইভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। গেলো কয়েক সপ্তাহে ইসরায়েলের  জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। উল্লেখ্য , গেলো মাসে ভারত মহাসাগরে একইভাবে ইসরায়েলি একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলার পেছনে ইরানের হাত ছিল বলে ধারণা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলি | জাহাজে | ড্রোন | হামলা