আর্কাইভ থেকে টুকিটাকি

দু’দিনে দু’টি সন্তানের জন্ম!

দু’দিনে দু’টি সন্তানের জন্ম!
পর পর দু’দিন দু’টি সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। যমজ সন্তান হলেও দু’জনের জন্মদিন আলাদা। আজব এ ঘটনাটি ঘটেছে আমেরকিার বার্মিংহাম হাসপাতালে। রোববার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর ৩২ বছর বয়সি ক্যালসে হ্যাচার একটি কন্যাসন্তানের জন্ম দেন ও ২০ ডিসেম্বর তার কোল আলো করে আসে আরও একটি কন্যাসন্তান। ক্যালসে নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এ অবিশ্বাস্য প্রসবের কথা পোস্ট করেন।
দুদিনে-দুই-সন্তানের-জন্ম
দুদিনে-দুই-সন্তানের-জন্ম
১৭ বছর বয়সে তিনি জানতে পারেন, তার শরীরে দু’টি জরায়ু রয়েছে। সারা বিশ্বে মাত্র ০.৩ শতাংশ মহিলাদের দু'টি জরায়ু থাকে। দু’টি জরায়ুর নিজস্ব ডিম্বাশয় এবং ফেলোপিয়ান টিউব থাকে। দু’টি জরায়ুতে একই সঙ্গে সন্তানধারণের ঘটনা আরও বিরল। ১০ লক্ষ মহিলার মধ্যে এক জনের ক্ষেত্রে এ ঘটনা ঘটে। ক্যালসে এর আগে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। এবারও প্রথমে তিনি মনে করেছিলেন, তার গর্ভে একটি সন্তানই রয়েছে। তবে আলট্রাসাউন্ড করানোর পর তিনি জানতে পারেন, তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন, যারা বেড়ে উঠছে তাঁর দু’টি ভিন্ন জরায়ুতে। দু’টি জরায়ু থাকলে কি মা হওয়া ঝুঁকিপূর্ণ? চিকিৎসকদের মতে, এক্ষেত্রে সাধারণত জরায়ুর আকৃতি গর্ভধারণ করতে বাধা দেয় না। তবে কখনও কখনও জরায়ুর আকার ভ্রূণের বৃদ্ধিকে সীমাবদ্ধ করতে পারে। গর্ভের অস্বাভাবিক আকৃতি ওই এলাকার রক্তপ্রবাহকেও প্রভাবিত করতে পারে। তাই গর্ভপাতের ঝুঁকি থাকে। সময়ের আগেই সন্তান জন্মানোর আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় মহিলাদের অনেকের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় অত্যধিক রক্তপাত ও ব্যথা হয়। সন্তানধারণের ক্ষেত্রেও সমস্যা হতে পারে।  

এ সম্পর্কিত আরও পড়ুন দুদিনে | সন্তানের | জন্ম