আর্কাইভ থেকে আওয়ামী লীগ

‘নির্বাচন এলেই বিএনপি জ্বালাও-পোড়াও শুরু করে’

‘নির্বাচন এলেই বিএনপি জ্বালাও-পোড়াও শুরু করে’
নির্বাচন বানচালে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচন এলেই বিএনপি জ্বালাও-পোড়াও শুরু করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের মানুষ ভালো থাকে। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ৬ জেলার নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নিলে ভোট অংশগ্রহণমূলক হবে না, এটা আমি বিশ্বাস করি না।’ তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের জীবনে শান্তি ফিরে আসে। বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় এসে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। শেখ হাসিনা বলেন, এর আগে যারা ক্ষমতায় ছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি বরং পিছিয়ে দিয়েছিল। একমাত্র আওয়ামী লীগই ক্ষমতায় এলে অগ্রযাত্রা ধরে রাখতে পারবে। নৌকায় ভোটের জন্য ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে যাবেন। ভোট চাইবেন, যেন নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয়। আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি সন্ত্রাসী দল, জামায়াত যুদ্ধাপরাধীদের দল; তারা নির্বাচনে না আসলে অংশগ্রহণমূলক হবে না, সেটি বিশ্বাস করি না। নির্বাচন অংশগ্রহণমূলক হবে জনগণের সমাবেশ হলে এবং জনগণের অংশগ্রহণে। আমরা সেটাই চাই। ওই সন্ত্রাসী দল নির্বাচনে বিশ্বাস করে না। মানুষ খুন-দুর্নীতি ছাড়া ওদের দিয়ে দেশের কোনো কল্যাণ আসবে না। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। নৌকার পাশাপাশি আরও যারা দাঁড়াতে চায়, দাঁড়িয়েছে। যার যার ভোট সে চাইবে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। জনগণ যাকে দেবে, সেটাই মেনে নেবেন। সেভাবেই এই নির্বাচন পরিচালিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | এলেই | বিএনপি | জ্বালাওপোড়াও | শুরু | করে