দেশজুড়ে

'কাঁচাবাজার নিয়ে মেট্রোরেলে ওঠা নিষেধ'

'কাঁচাবাজার নিয়ে মেট্রোরেলে ওঠা নিষেধ'
কাঁচাবাজার বা পচনশীল দ্রব্য নিয়ে মেট্রোরেলে উঠে কেউ যেন  কোচের পরিবেশ নষ্ট না করে, সেজন্য কর্তৃপক্ষ কারওয়ান বাজার স্টেশনের গেটে নোটিশ টানিয়ে দিয়েছে। যারা পড়তে জানেন না, তার যেন বুঝতে পারেন সেজন্য পাশে আবার এগুলো এঁকে তার ওপর নিষেধ চিহ্ন দেওয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি)  মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেল হলো গণপরিবহন। এখানে স্ট্যান্ডিং যাত্রী বেশি থাকে, বসার যাত্রী কম থাকে। দ্রুত যাতায়াতের জন্য মানুষ এটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন। একই কোচে কিন্তু সবাইকে গায়ে গা লাগিয়ে, দাঁড়িয়ে গন্তব্যে যেতে হয়। এর মধ্যে যদি কেউ কাঁচাবাজার-মাছ এসব নিয়ে উঠে, তাহলে সেগুলোর পানি কোচে পড়বে এবং কোচটা গন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, মেট্রোর সব কোচই এসিযুক্ত। এগুলো নিয়ে উঠলে যাত্রীদের মধ্যেই কথা কাটাকাটি লেগে যেতে পারে। তারা আমাদের কাছে কমপ্লেইন করতে পারে যে, এখানে মাছ-সবজি নিয়ে উঠছে। সবার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। উল্লেখ্য, স্টেশনের পুলিশ সদস্যরা নিষেধাজ্ঞা কার্যকর করবেন। কেউ যদি কাঁচা বাজার নিয়ে যেতে চান। তাকে সেখানেই আটকে দেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন কাঁচাবাজার | নিয়ে | মেট্রোরেলে | ওঠা | নিষেধ