আইন-বিচার

৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত ড. ইউনূসকে ১ মাসের জামিন

৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত ড. ইউনূসকে ১ মাসের জামিন
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ১ মাসের জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার (১ জানুয়ারি) দুপুর তিনটার দিকে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে ড. ইউনূসকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে ৩০ দিনের মধ্যে শ্রমিকদের চাকরিস্থায়ী করা, কল্যাণ তহবিলের গঠন ও শ্রমিকদের ৫ শতাংশ লভ্যাংশ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে আপিল করার শর্তে ৫ হাজার টাকা বন্ডে ড. ইউনূসসহ বিবাদীদের ১ মাসের জামিন দেয়া হয়েছে। এর আগে একই আদালত আজ বিকেল ৩টার দিকে ড. ইউনূসসহ চারজনকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বিবাদীপক্ষ এক নম্বর বিবাদীর বিষয়ে প্রশংসাসূচক বক্তব্য উপস্থাপন করেছেন। যেখানে তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেল জয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয়েছে। কিন্তু এ আদালতে নোবেলজয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে বিচার হচ্ছে। এসময় আদালত বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত। গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়ার অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

এ সম্পর্কিত আরও পড়ুন ৬ | মাসের | কারাদণ্ড | প্রাপ্ত | ড | ইউনূসকে | ১ | মাসের | জামিন