আন্তর্জাতিক

রাজনৈতিক প্রতিহিংসা থেকে ড. ইউনূসের রায় :অ্যামেনেস্টি

রাজনৈতিক প্রতিহিংসা থেকে ড. ইউনূসের রায়  :অ্যামেনেস্টি
রাজনৈতিক প্রতিহিংসা থেকে ড.ইউনূসকে সাজা দেয়া হয়েছে। তার বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে এই মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া। বিবৃতিতে তারা বলেন, ড.ইউনূসের  বিরুদ্ধে অস্বাভাবিক গতিতে বিচার সম্পন্ন হয়েছে তা বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার-সম্পর্কিত আদালতের মামলার অগ্রগতির সম্পূর্ণ বিপরীত। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে লাখো মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য ড. ইউনূস বিশ্বব্যাপী সমাদৃত,কিন্তু বাংলাদেশে তার শক্তিশালী শত্রু রয়েছে। প্রসঙ্গত, গেলো ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজনৈতিক | প্রতিহিংসা | ড | ইউনূসের | রায় | | অ্যামেনেস্টি