দেশজুড়ে

‘আইনজীবীদের আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি’

‘আইনজীবীদের আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি’
বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি, তাদের এই আন্দোলনের কোনো মর্মার্থ নেই। মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বুধবার (৩ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়। আইনমন্ত্রী আরও বলেন, যারা নির্বাচনকে তামাশার নির্বাচন বলে এটা তাদের বক্তব্য। কারণ জনগণের কর্মকাণ্ডই বলে দিচ্ছে জনগণ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং তারা অংশগ্রহণ করবেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন আইনজীবীদের | আদালত | বর্জন | নিছক | রাজনৈতিক | স্ট্যান্ডবাজি