আন্তর্জাতিক

সুইডেন-ফিনল্যান্ড-নরওয়েতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

সুইডেন-ফিনল্যান্ড-নরওয়েতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের দেশ সুইডেন, ফিনল্যান্ড, নরওয়েতে চলছে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ। সুইডেনে গেলো ২৫ বছরের মধ্যে বুধবার (৩ জানুয়ারি) রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির সুদূর উত্তরাঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে। ফিনল্যান্ডে টানা এক সপ্তাহ হিমাঙ্কের পারদ মাইনাস ৪০ ডিগ্রির নিচে রয়েছে। এই শীতে পুরো নর্ডিক অঞ্চলেই হিমাঙ্কের নিচে এমন তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে ডেনমার্কের চালকদের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। গেলো ২৫ বছরের ইতিহাসে এত কম তাপমাত্রা এই অঞ্চলে দেখা যায়নি। গোটা সুইডেনে, বিশেষ করে উত্তরাঞ্চলে অস্বাভাবিক তীব্র শৈত্যপ্রবাহ জনজীবনকে স্থবির করে দিয়েছে। দেশটির উত্তর নরবোত্তেন এলাকার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ ঘরের বাইরে না যান। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড জানিয়েছেন, ‘১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারি মাসে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।’ ২৫ বছর আগে দেশটির তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪৯ ডিগ্রিতে নেমেছিল। ১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। দেশটির সাধারণ মানুষ এ ধরনের আবহাওয়ার সঙ্গে অনেকটা পরিচিত। তবে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় মহাসড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে ট্রেন যাত্রাও বাতিল করা হচ্ছে। প্রতিবেশী নরওয়ে ও ফিনল্যান্ডেও দীর্ঘ অনেক বছরের মধ্যে তুলনামূলক সবচেয়ে কম তাপমাত্রা পরিমাপ করা হয়। ফিনল্যান্ডে টানা এক সপ্তাহ হিমাঙ্কের পারদ মাইনাস ৪০ ডিগ্রির নিচে রয়েছে। দেশ দুটির কিছু অঞ্চলে ভারী তুষারপাত এবং শৈত্যপ্রবাহের জন্য স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই দুই দেশে ঠাণ্ডা বাতাস ও তুষারপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সুইডেনফিনল্যান্ডনরওয়েতে | সর্বনিম্ন | তাপমাত্রার | রেকর্ড