দেশজুড়ে

কমছে দিনের তাপমাত্রা

কমছে দিনের তাপমাত্রা
পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস অব্যাহত রয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও কমে গেছে দিনের তাপমাত্রা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার (৯ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ২৪ দশমিক ৮ থেকে কমে রেকর্ড করা হয় ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বুধবার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। আয় কমে গেছে ইজিবাইক আর অটোরিকশা চালকদের। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, তেঁতুলিয়াসহ পাশের এলাকায় দিনের তাপমাত্রা অনেক কমে গেছে। দিনভর কুয়াশা আর বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কমছে | দিনের | তাপমাত্রা