ফুটবল

এবার মায়ামিতে মেসির সাথে দেখা যাবে কুতিনিওকে

এবার মায়ামিতে মেসির সাথে দেখা যাবে কুতিনিওকে
ইন্টার মায়ামি ইতোমধ্যে হয়ে উঠেছে এক টুকরো বার্সেলোনা। প্রথমে লিওনেল মেসি এরপর মায়ামিতে নাম লিখিয়েছেন তাঁর সাবেক দুই বার্সা সতীর্থ সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। গত ডিসেম্বরে মেসি, বুসকেতস, আলবাদের সঙ্গী হন বার্সার আরেক সাবেক ফুটবলার লুইস সুয়ারেজ। এবার ফিলিপে কুতিনিও মেজর লিগ সকারের (এমএলএস) যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’। ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা তাঁকে গত সেপ্টেম্বরে ধারে কাতারি ক্লাব আল দুহাইলে পাঠিয়েছিল। সেই ধারের মেয়াদ কিছু দিন আগে শেষ হয়েছে। আল দুহাইল চাইলে কুতিনিওকে কিনেও নিতে পারে এমন সুযোগও রেখেছিল অ্যাস্টন ভিলা। তবে ক্লাবটিতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় সেই সুযোগ নিচ্ছে না কাতারি ক্লাবটি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৩–২৪ মৌসুমে বর্তমানে পয়েন্ট তালিকার দুইয়ে আছে থাকা ভিলার কোচ উনাই এমেরির পরিকল্পনায় নেই কুতিনিও। আপাতত আলোচনায় এসেছে এমএলএসের দুটি ক্লাবের ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি নাম।তবে মায়ামিতে সাবেক বার্সা সতীর্থ মেসি ও সুয়ারেজরা থাকায় সেখানেই কুতিনিওর যাওয়ার সম্ভাবনা বেশি। তবে মায়ামি কুতিনিওকে অ্যাস্টন ভিলার কাছ থেকে ধারে নেবে নাকি একেবারে ছাড়িয়ে নেবে, সে ব্যাপারে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।  

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | মায়ামিতে | মেসির | সাথে | দেখা | কুতিনিওকে