জাতীয়

নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ আজ

নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ আজ
আজ বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথগ্রহণ করবে। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপ্রধান। গতকালই দ্বাদশ সংসদে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১০ জানুয়ারি) রাতে ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এ উপলক্ষ্যে প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। এবারের মন্ত্রিসভায় পূর্ণ দায়িত্বে নতুন মুখ যারা: মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুর রহমান (ফরিদপুর-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাক্ষ্মণবাড়িয়া-৩), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), ও সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)। প্রতিমন্ত্রীর তালিকায় নতুন যারা: মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪), রুমানা আলী (গাজীপুর-৩), মো. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।    

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | মন্ত্রিসভার | শপথগ্রহণ | আজ