জাতীয়

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকারকে অস্ট্রেলিয়ার আহ্বান

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকারকে অস্ট্রেলিয়ার আহ্বান
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন এবং উন্নয়নের প্রচারের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারকে তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার অনুরোধ জানিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে এক বিবৃতিতে অস্ট্রেলিয়া সরকার বলেছে, অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া দুঃখজনক। বিবৃতিতে বলা হয়, 'যদিও আমরা এই সত্যকে স্বাগত জানাই যে, লাখ লাখ বাংলাদেশি ভোটার নির্বাচনের দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তবে এটি দুঃখজনক যে নির্বাচন এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সমস্ত অংশীজনরা অর্থবহ এবং উল্লেখযোগ্যভাবে অংশ নিতে পারেনি।’ বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া বলেছে, নির্বাচনকে সামনে রেখে সংঘটিত সহিংসতা ও রাজনৈতিক বিরোধী দলীয় সদস্যদের গ্রেপ্তারে তারা উদ্বিগ্ন। বিবৃতিতে আরও বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে তুলে ধরেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গণতান্ত্রিক | প্রতিষ্ঠানগুলোকে | শক্তিশালী | করতে | সরকারকে | অস্ট্রেলিয়ার | আহ্বান