ফুটবল

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও ‘এল ক্লাসিকো’

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও ‘এল ক্লাসিকো’
গত বছর সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে ২০২৪ সালও এগোচ্ছে একই পথে। আবারও স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে। মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাদ্রিদের ও বার্সেলোনা। ফুটবলে যে দ্বৈরথ ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত। গেল ১০ জানুয়ারি মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে রিয়াল মাদ্রিদ। এরপর গতকাল রাতে রবার্ট লেভানডফস্কি ও লামিন ইয়ামালের সৌজন্যে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করেছে বার্সা। রিয়াদে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা এল ক্লাসিকো ১৪ জানুয়ারি রোববার। ঠিক গত বছর হয়েছিল যে দিনটিতে। গত স্প্যানিশ সুপার কাপে ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সেলোনা।

এ সম্পর্কিত আরও পড়ুন স্প্যানিশ | সুপার | কাপের | ফাইনালে | আবারও | এল | ক্লাসিকো