ক্রিকেট

প্রথমদিনে ফেডারেশনগুলোর সঙ্গে বসবেন মন্ত্রী পাপন

প্রথমদিনে ফেডারেশনগুলোর সঙ্গে বসবেন মন্ত্রী পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নতুন দায়িত্ব পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে জয়ী হবার পর যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। মন্ত্রী হিসেবে আগামীকাল রোববার প্রথম কর্মদিবস পালন করবেন পাপন। প্রথম কর্ম দিবসেই ফেডারেশনগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সকাল দশটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসবেন নতুন ক্রীড়া মন্ত্রী। মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর দুপুর দুইটায় জাতীয় ক্রীড়া পরিষদে আসবেন নতুন ক্রীড়ামন্ত্রী। ক্রীড়া পরিষদে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে সময় কাটিয়ে গণমাধ্যমকে মন্ত্রী হিসেবে নিজের আনুষ্ঠানিক প্রথম দিন নিয়ে কথা বলবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চারটি অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম জাতীয় ক্রীড়া পরিষদ। যার মাধ্যমে দেশের সকল ফেডারেশন ও জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা তদারকি হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথমদিনে | ফেডারেশনগুলোর | সঙ্গে | বসবেন | মন্ত্রী | পাপন