পৃথিবীতেই বা কোন দেশের হাতে সব থেকে বেশি সোনা? এই নিয়ে জল্পনা নেহাত কম নয়। তবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল-এর সাম্প্রতিক একটি পরিসংখ্যান নতুন তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল-এর পরিসংখ্যান বলছে, পৃথিবীতে সব থেকে বেশি সোনা সঞ্চিত রয়েছে ভারতীয় পরিবারগুলির হাতেই।
ভারতে বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে সোনার গয়না দেয়ার চল রয়েছে। বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, এমনকি জন্মদিনেও সোনার গয়না দেয়া হয়। মহিলারা উত্তরাধিকার সূত্রেও গয়না পেয়ে থাকেন।
এমনিতে মহিলাদের মধ্যে গয়না পরার চলও এ দেশে খুব বেশি। সঙ্গতি থাকলে গলায়, কানে, আঙুলে প্রায় সব সময়ই সোনা পরেন বহু মহিলা। কিছু সম্প্রদায়ের মধ্যে বিবাহিত মহিলাদের গয়না পরার চলও রয়েছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল-এর ডিরেক্টর সোমসুন্দরম জানিয়েছেন, ২০২০-২১ সালের পরিসংখ্যান বলছে, ভারতীয় পরিবারগুলির হাতে প্রায় ১৩ হাজার টন সোনা সঞ্চিত রয়েছে।
২০২৩ সালে এই পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল-এর রিপোর্ট বলছে, ২০২৩ সালে ভারতীয় পরিবারগুলির হাতে প্রায় আড়াই কোটি কেজি সোনা রয়েছে অর্থাৎ ২৫ হাজার টন। এই সোনার পরিমাণ ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি-র ৪০ শতাংশ।
অক্সফোর্ড গোল্ড গ্রুপ বলছে, বিশ্বে মোট যত সোনা সঞ্চিত রয়েছে, তার ১১ শতাংশই রয়েছে ভারতীয় পরিবারগুলির হাতে। তাদের হিসাব বলছে ভারতীয় পরিবারগুলির হাতে রয়েছে প্রায় ২৫ হাজার টন সোনা।
আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি এবং আন্তর্জাতিক অর্থভান্ডারের হাতে মোট যত সোনা রয়েছে, তার থেকে বেশি সোনা সঞ্চিত রয়েছে ভারতীয় পরিবারগুলির হাতে। এমনটাই বলছে অক্সফোর্ড গোল্ড গ্রুপের পরিসংখ্যান।
রিপোর্ট বলছে, আমেরিকার হাতে রয়েছে ৮,১৩৩.৫ মেট্রিক টন সোনা, যা সে দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের ৭৫ শতাংশের সমান। আমেরিকার পর রয়েছে জার্মানি। তাদের হাতে ৩,৩৫৯.১ মেট্রিক টন সোনা সঞ্চিত রয়েছে। ইতালির কাছে সঞ্চিত সোনার পরিমাণ ২,৪৫১.৮ মেট্রিক টন। আমেরিকা, জার্মানির পরেই রয়েছে ইতালি।
এই রিপোর্টের পর প্রশ্ন উঠছে, তবে কি ভারতীয়দের সোনার গয়না কেনার প্রবণতাই এগিয়ে রেখেছে দেশকে?