অপরাধ

ফুডপান্ডাকে মোটা অংকের জরিমানা বিসিসির

ফুডপান্ডাকে মোটা অংকের জরিমানা বিসিসির
ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডাকে প্রতিযোগিতা আইন ২০১২-এর ১৬ ধারা ভঙ্গ করায় মোটা অংকের জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। এখন থেকে রেস্তোরাঁগুলোর সঙ্গে প্রতিযোগিতাবিরোধী কোনো চুক্তি না করার জন্য তাদের বলা হয়েছে। সেই সঙ্গে ফুডপান্ডার ‘কর্তৃত্বময় ও একচেটিয়া অবস্থানের অপব্যবহার রুখতে’ নির্দেশনা দিয়েছে কমিশন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২০ সালের ডিসেম্বরে এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের করা অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে এই অপরাধ প্রথম ঘটার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে। এখন থেকে রেস্তোরাঁগুলোর সঙ্গে প্রতিযোগিতাবিরোধী কোনো চুক্তি না করার জন্য তাদের বলা হয়েছে। সেই সঙ্গে ফুডপান্ডার ‘কর্তৃত্বময় ও একচেটিয়া অবস্থানের অপব্যবহার রুখতে’ নির্দেশনা দিয়েছে কমিশন। উল্লেখ্য, দেশে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ফুডপান্ডা। যার অপব্যবহার করে এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের দুটি ব্র্যান্ড ন্যান্ডোস ও পেয়ালার ব্যবসায়িক কার্যক্রম সীমিত করে প্রতিযোগিতা আইনের লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। তাই তাদের জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে প্রমাণিত হবে, তাদেরই প্রতিকূলে ব্যবস্থা নেয়া হবে। এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন ফুডপান্ডাকে | মোটা | অংকের | জরিমানা | বিসিসির