জাতীয়

মাঝ নদীতে ৯টি ট্রাকসহ ফেরিডুবি

মাঝ নদীতে ৯টি ট্রাকসহ ফেরিডুবি
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে ঘন কুয়াশার কারণে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ৯টি যানবাহন নিয়ে ডুবে গেছে।  এ সময় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে আটটি ট্রাকসহ পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে। তবে নদীতে ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে ফেরিটি। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে এ নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১ট ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন মাঝ | নদীতে | ৯টি | ট্রাকসহ | ফেরিডুবি