দেশজুড়ে

সেন্টমার্টিনে কুকুরের আক্রমণে মারা যাচ্ছে মা কাছিম

সেন্টমার্টিনে কুকুরের আক্রমণে মারা যাচ্ছে মা কাছিম
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে হুমকির মুখে পড়েছে সামুদ্রিক কাছিম। শীত মৌসুমে বালিয়াড়িতে ডিম পাড়তে এসে মারা যাচ্ছে একের পর এক বিশাল আকৃতির সামুদ্রিক মা কাছিম। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে দ্বীপের সৈকতে ভাসছিলো কয়েকটি মা কাছিম। স্থানীয়রা বলছেন, বালিয়াড়িতে ডিম পাড়তে এসে বেওয়ারিশ কুকুরের দল কাছিমকে আঘাত করে মেরে ফেলছে। একসময় সেন্টমার্টিনে ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে ছুটে আসত শত শত মা-কচ্ছপ বা সামুদ্রিক কাছিম। নির্জন সৈকতে ডিম দিয়ে সেই কাছিম আবার ফিরে যেত সাগরে। কিন্তু এখন ডিম পাড়ার সেই সুযোগ পাচ্ছে না কাছিম। এখন ডিম পাড়তে আসা মা কাছিমকে হামলা করছে বেওয়ারিশ কুকুরের দল। কামড়ানোর আঘাতে মারাও যাচ্ছে মা কাছিম। এদিকে মরা কাছিমগুলো পড়ে রয়েছে সৈকতের বালিয়াড়িতে, ছড়াচ্ছে দুর্গন্ধ। কিন্তু এসব মরা কাছিম সরানোর কোন ব্যবস্থা নেয়নি কেউ। অনেক পর্যটক কাছিমগুলোর ছবি তুলছেন আবার অনেক পর্যটক নাকে কাপড় দিয়ে দ্রুত সৈকতের উত্তর পয়েন্ট ছাড়ছেন। সৈকতে বেড়াতে আসা পর্যটক শাওন চৌধুরী বলেন, খুবই কাছাকাছি সৈকতের দুটি পয়েন্টে ২টি বড় কাছিম মরে পড়ে রয়েছে। খুব বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু এসব মরা কাছিমগুলো সরানোর কেউ নেই। সেন্টমার্টিনের স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে, গেলো এক সপ্তাহে কুকুরের আক্রমণে সেন্টমার্টিন সৈকতে ডিম পাড়তে আসা ৫টির অধিক সামুদ্রিক কাছিম মরা পড়েছে। সামুদ্রিক কাছিম রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলোর।

এ সম্পর্কিত আরও পড়ুন সেন্টমার্টিনে | কুকুরের | আক্রমণে | মারা | যাচ্ছে | মা | কাছিম