জাতীয়

সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা

সংসদের  অধিবেশন মুলতবি ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের বৈঠক আগামী ৪ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন। এর আগে, নতুন সংসদের এমপিদের নিয়ে বিকেল ৩টায় শুরু হয় প্রথম সংসদ অধিবেশন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাবকে সমর্থন দেন। পরে কণ্ঠভোটে বিষয়টি সংসদে পাস হয়। এরপরেই সংসদে বিরতি ঘোষণা করা হয়। সংসদ ভবন সূত্র জানায়, বিরতির সময় রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শরামিন চৌধুরী। পরে মো. শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হতে প্রস্তাব দেন ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম। এতে সমর্থন করেন মকবুল হোসেন। এরপর নতুন এমপিদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বক্তব্যে দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে বলে জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়েছে সোমবার (২৯ জানুয়ারি)।

এ সম্পর্কিত আরও পড়ুন সংসদের | | অধিবেশন | মুলতবি | ঘোষণা