আর্কাইভ থেকে বাংলাদেশ

১৪ বছর পর মুখোমুখি দু’দল!

১৪ বছর পর মুখোমুখি দু’দল!

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সবশেষ মুখোমুখি হয়েছিলো ২০০৮ সালে। এক যুগের বেশি সময়ের পর বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে। অধিনায়ক জামাল ভুইয়া এ ম্যাচের মাধ্যমে নিজেদের যাচাইয়ের ক্ষেত্র হিসেবে দেখছেন। ইনজুরির জন্য অনেকে দলের সঙ্গে নেই। যারা আছেন তাদের নিয়ে পরিকল্পনা সাজাতে সহজ হবে কোচের। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কাছে ম্যাচটি এশিয়া কাপের প্রস্তুতি। 

আজ বুধবার (০১ জুন) ম্যাচ খেলে তারপরের দিন (বৃহস্পতিবার) মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন জামালরা। কুয়ালামাপুরে ৮-১৪ জুন এশিয়া কাপ বাছাইয়ে তিন ম্যাচে বাহরাইন, মালয়েশিয়া ও তুর্কেমেনিস্তানের মুখোমুখি হবে।

মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ খেলার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বুধবার ফিফা ফ্রেন্ডলিতে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। দেশটির জাভা দ্বীপের বান্দুং শহরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।

ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া দুইজনই স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘এই ম্যাচটির ভুলত্রুটি কাজে লাগবে মালয়েশিয়া সফরের এশিয়ান কাপ বাছাইয়ে।’

গেলো ১৪ বছরে বাংলাদেশের ফুটবলের গ্রাফ নেমে গেছে তলানিতে। আর ইন্দোনেশিয়ার ঊর্ধ্বমুখী। ফিফা র‌্যাঙ্কিংয়ে পড়েছে তার প্রভাব। বাংলাদেশের অবস্থান ১৮৮তম। ইন্দোনেশিয়ার ১৫৯তম। ২৯ ধাপ এগিয়ে থাকা দলটির সঙ্গে লড়াই করা হাভিয়ের কাবরেরার শিষ্যদের জন্য কঠিন চ্যালেঞ্জ।

মালয়েশিয়ার সফরের জন্য এই ম্যাচটা কাজে দেবে উল্লেখ করে ক্যাবরেরা বলেছেন, ‘এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই ম্যাচটা আমাদেরকে মালয়েশিয়ার বাছাইয়ের জন্য প্রস্তুত করবে। দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য এ ম্যাচটি নিজেদের সামর্থ্য দেখানোর এবং মালয়েশিয়াতে খেলার সুযোগ পাওয়ার জন্য প্রমাণ দেওয়ার সুযোগ।’

ইনজুরির কারণে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ছিটকে যাওয়ার পর কোচকে তরুণ সেনাদের ওপর নির্ভর করতে হচ্ছে। ক্যাবরেরা বলেছেন, ‘এ ম্যাচের জন্য আমরা অনুশীল করেছি, পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এ ম্যাচটি মালয়েশিয়াতে বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমাদের প্রস্তুত করবে। কয়েকজন তরুণ খেলোয়াড় আছে, যারা এই ম্যাচে প্রভাব রাখতে পারে। কিছু খেলোয়াড় আছে, যারা একসঙ্গে অনেক দিন কাজ করেছে। আমি মনে করি, এটা আমাদের দলীয় শক্তি।’

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন ১৪ | বছর | মুখোমুখি | দুদল