দেশজুড়ে

নবাবগঞ্জে মাটি ব্যবসায়ীকে কারাদণ্ড

নবাবগঞ্জে মাটি ব্যবসায়ীকে কারাদণ্ড
ঢাকার নবাবগঞ্জে নিশকাত হাসান (২৭) নামে এক মাটি ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত নিশকাত হাসান দোহার উপজেলার মেঘুলা গ্রামের লুৎফর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের গজারিয়া চকে অবৈধভাবে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে দোহার উপজেলার বিভিন্ন ইট ভাটায় বিক্রি এবং বিভিন্ন স্থানে জমি ভরাট করে আসছিলেন নিশকাত হাসান। মাটি সরানোর কাজে মাহেন্দ্র গাড়ি ব্যবহার করায় গোবিন্দপুর-দোহার গামী সরকারি সড়ক চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। রোববার অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ী নিশকাত হাসানকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাকে ৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আ: হালিম বলেন, উপজেলায় কৃষি জমি ও সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন নবাবগঞ্জে | মাটি | ব্যবসায়ীকে | কারাদণ্ড