জাতীয়

প্রধানমন্ত্রীর নীতির প্রশংসা করলেন রুশ রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর নীতির প্রশংসা করলেন রুশ রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রী ও সরকারের ভারসাম্যপূর্ণ নীতিকে আমরা বেশ সাধুবাদ জানাই। আমার আশা, ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। বললেন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার মনতিৎস্কি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রশংসা করেন তিনি। আলেকজান্দার মনতিৎস্কি বলেন, শুক্রবার থেকে শুরু হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনে, রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ-রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেই আশা করছেন তিনি। মিয়ানমারে রাশিয়ার অস্ত্র সরবরাহ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাশিয়া মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করেছে। কিন্তু একই সঙ্গে সেখানে ভারত, চীনও অস্ত্র সরবরাহ করছে। আমরা বাংলাদেশকেও অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত আছি। আমরা আগেও বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করেছি। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া চায় রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফেরত যাক। এটি নিয়ে রাশিয়ার কোনো দ্বিমত নেই। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া কখন শুরু হবে সেটি এখনো অনিশ্চিত। ফিলিস্তিন ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ড (দ্বৈত নীতি) নিয়েছে। তারা ইউক্রেন ইস্যুতে অনেক সোচ্চার,কিন্তু গাজায় গণহত্যা নিয়ে নিশ্চুপ। তবে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ ও রাশিয়া একই মনোভাব পোষণ করে থাকে বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, টাকার সঙ্গে রুবল বিনিময়ে আলোচনা অব্যাহত রয়েছে। এটি করতে পারলে দুদেশের বাণিজ্য আরও বাড়বে। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক মেরুকরণের মধ্যে যুদ্ধবিরোধী অবস্থান জানালেও এর সূচনাকারী রাশিয়ার সরাসরি কোনো নিন্দা বা সমালোচনা বাংলাদেশ করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধানমন্ত্রীর | নীতির | প্রশংসা | রুশ | রাষ্ট্রদূত