দেশজুড়ে

ময়মনসিংহে বিনামুল্যে চোখের ছানি অপারেশন

ময়মনসিংহে বিনামুল্যে চোখের ছানি অপারেশন
‘একটি চোখের জ্যোতি, একটি মুখের হাসি’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বিনামুল্যে আমেরিকান লেন্সসহ ৩০ জন রোগীর চোখের ছানি অপারেশন ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর ইনাইটেড চক্ষু হাসপাতালে এই চক্ষু অপারেশনের আয়োজন করে রোটারী ক্লাব অব ময়মনসিংহ অরোরা এবং রোটারী ক্লাব অব ঢাকা অরোরা। বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট বিশেষজ্ঞ চিকিৎসক কবির রায়হান এ টিমের নেতৃত্বে ছিলেন। তার সহযোগী চিকৎসকরা ছিলেন- ডা. শাওন, ডা. মুবিন ও ডা. বুলবুল আহমেদ। এ উপলক্ষে আলোচনা সভায় প্রথান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা অরোরার চাটার্ড প্রেসিডেন্ট অনুপমা চক্রবর্তী। ঢাকা অরোরা সভাপতি সঞ্জয় কর্মকার, ময়মনসিংহ অরোরার সভাপতি কামরুল ইসলাম, ঢাকা অরোরা মো. হাসেম, সেক্রেটারি খালিদ মুসা সাগর, কোষাধ্যক্ষ নিমাই গোস্বামী, গুলশান অরোরার মাহবুবুর রহমান জুয়েল, ময়মনসিংহ অরোরার সেক্রেটারি মো. রফিকুল ইসলামসহ অন্যান্য রোটারীবৃন্দ এতে বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ময়মনসিংহে | বিনামুল্যে | চোখের | ছানি | অপারেশন