আর্কাইভ থেকে বাংলাদেশ

মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে গাইবান্ধায়  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবীর অবমান সইবে না  বিভিন্ন স্রোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। ভারতের সবকিছু বর্জন করার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে স্লোগান দেন।

আজ শক্রবার (১০জুন)  জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিরা পুরাতন বাজার বড় মসজিদের সামনে জড়ো হয়। শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে বিক্ষোভকারীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন,আজকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসুলকে (সা.) নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে দ্বীনি মুসলমানরা জেগে উঠেছে।

পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী যদি রাসুলকে (সা.) নিয়ে কেউ কটূক্তি করে তাহলে সে নির্বংশ হয়ে যাবে। বাংলাদেশের সকল মুসলমানদের ভারতের পন্য বর্জন করার অনুরোধ জানান। 

বক্তারা আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানিয়ে দ্রুত ব্যাখ্যা দেয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন মহানবী | সা | কে | কটূক্তির | প্রতিবাদে | গাইবান্ধায় | বিক্ষোভ