দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ স্বাভাবিক
চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় সাময়িক বন্ধ থাকা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ রেলস্টেশন মাস্টার নাজমুল হক। এ স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, পরে পুনরায় বগি তিনটি যুক্ত করে আধাঘন্ট পরে ট্রেনটি তাঁর গন্তব্যে যাত্রা করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রসঙ্গত, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকাময়মনসিংহ | ট্রেন | যোগাযোগ | স্বাভাবিক