ক্যাম্পাস

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিট তথা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ২০২৩-২৪ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দেশের সব বিভাগীয় শহরে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হয় বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। নিয়ম অনুযায়ী, পরীক্ষায় সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। দুপুর ১২টা ৩০ মিনিটে পরীক্ষা সমাপ্ত হবে।   ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ২৭৯টি। সে হিসাবে প্রতিটি আসনের জন্য ৪২ জন শিক্ষার্থী লড়াই করবেন। প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবির | খ | ইউনিটের | ভর্তি | পরীক্ষা | শুরু