লাইফস্টাইল

পুরনো সম্পর্ক সচল করতে মেনে চলুন ৫ পরামর্শ

পুরনো সম্পর্ক সচল করতে মেনে চলুন ৫ পরামর্শ
একটি সম্পর্ককে সুস্থ, নিরাপদ এবং সুখী রাখতে দুই ব্যক্তিরই সমান সহযোগিতা জরুরি। যখন আমরা নিজেদের চাওয়া-পাওয়া এবং অপর ব্যাক্তির ইচ্ছাকে প্রাধান্য দিতে পারব তখন আমাদের জীবন অসাধারণ ভাবে সুখের হয়ে উঠবে। তাই প্রতিটি সম্পর্কেই কাপলদের কিছু নির্দিষ্ট ব্যবহারে গ্রিন ফ্ল্যাগ দেখায়। সম্পর্কের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি আত্ম-সচেতনতা এবং অন্তর্দৃষ্টি থাকা গুরুত্বপূর্ণ। প্রায়ই দ্বন্দ্ব দেখা দেয় যখন মানুষ নিজেদের সম্পর্কে সচেতন না হয়। যখন আমরা বিশ্বাস করতে শুরু করি যে সঙ্গী যাদুকরীভাবে আমাদের মন পড়বে এবং আমাদের চাহিদা এবং প্রত্যাশা নিজে থেকেই জানবে, তখন এটি হতাশার দিকে নিয়ে যেতে পারে। কীভাবে আমাদের হতাশাকে স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করা যায় তা শেখা গুরুত্বপূর্ণ। আমরা যখন রাগান্বিত বা হতাশ হই, তখন আমরা প্রায়ই আমাদের প্রতিক্রিয়া দেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এটি সম্পর্কের ক্ষতি করে। একে অপরের প্রতি শ্রদ্ধা সম্পর্ক সুস্থভাবে টেকানোর মোক্ষম ওষুধ। যার সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেই উল্টোদিকের মানুষটার সঙ্গে সঠিক ব্যবহার করা, তাকে বদলানোর চেষ্টা না করাই ভালো।

এ সম্পর্কিত আরও পড়ুন পুরনো | সম্পর্ক | সচল | করতে | মেনে | চলুন | ৫ | পরামর্শ