জাতীয়

রমজান মাসেই উপজেলা নির্বাচনের তফসিল: ইসি

রমজান মাসেই উপজেলা নির্বাচনের তফসিল: ইসি
আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের তফসিল রমজানের মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মঙ্গবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ রুমে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইসির অতিরিক্ত সচিব বলেন, এরই মধ্যে চার ধাপে উপজেলা নির্বাচনের তালিকা প্রকাশ হয়েছে। নির্বাচনের তফসিল দিতে ৪০-৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল ঘোষণা হবে। তা পরবর্তী কমিশন সভায় নির্ধারণ হবে। উল্লেখ্য, ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের কিছু নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এক প্রশ্নে অশোক কুমার বলেন, সেগুলোতে আচরণবিধি যথাযথ পালনের জন্য অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। এছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন রমজান | মাসেই | উপজেলা | নির্বাচনের | তফসিল | ইসি